Join Larry Mantle weekdays for lively and in-depth discussions of Los Angeles and Southern California news, politics, science, entertainment, the arts and more. More AirTalk at www.kpcc.org.
…
continue reading
Player FM - Internet Radio Done Right
19 subscribers
Checked 1y ago
เพิ่มแล้วเมื่อ threeปีที่ผ่านมา
เนื้อหาจัดทำโดย Dhaka Post เนื้อหาพอดแคสต์ทั้งหมด รวมถึงตอน กราฟิก และคำอธิบายพอดแคสต์ได้รับการอัปโหลดและจัดหาให้โดยตรงจาก Dhaka Post หรือพันธมิตรแพลตฟอร์มพอดแคสต์ของพวกเขา หากคุณเชื่อว่ามีบุคคลอื่นใช้งานที่มีลิขสิทธิ์ของคุณโดยไม่ได้รับอนุญาต คุณสามารถปฏิบัติตามขั้นตอนที่แสดงไว้ที่นี่ https://th.player.fm/legal
Player FM - แอป Podcast
ออฟไลน์ด้วยแอป Player FM !
ออฟไลน์ด้วยแอป Player FM !
พอดคาสต์ที่ควรค่าแก่การฟัง
สปอนเซอร์
<
<div class="span index">1</div> <span><a class="" data-remote="true" data-type="html" href="/series/threshold-1347809">Threshold</a></span>


Threshold is a Peabody Award-winning documentary podcast about our place in the natural world. Each season, we take listeners on a journey into the heart of a complex environmental story, asking how we got here and where we might be headed. In our latest season, Hark, we hand the mic over to our planet-mates and investigate what it means to truly listen to nonhuman voices—and the cost if we don't. With mounting social and ecological crises, what happens when we tune into the life all around us? Threshold is nonprofit, listener-supported, and independently produced.
Dhaka Post - ঢাকা পোস্ট explicit
ทำเครื่องหมายทั้งหมดว่า (ยังไม่ได้)เล่น…
Manage series 3290992
เนื้อหาจัดทำโดย Dhaka Post เนื้อหาพอดแคสต์ทั้งหมด รวมถึงตอน กราฟิก และคำอธิบายพอดแคสต์ได้รับการอัปโหลดและจัดหาให้โดยตรงจาก Dhaka Post หรือพันธมิตรแพลตฟอร์มพอดแคสต์ของพวกเขา หากคุณเชื่อว่ามีบุคคลอื่นใช้งานที่มีลิขสิทธิ์ของคุณโดยไม่ได้รับอนุญาต คุณสามารถปฏิบัติตามขั้นตอนที่แสดงไว้ที่นี่ https://th.player.fm/legal
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.
…
continue reading
9083 ตอน
ทำเครื่องหมายทั้งหมดว่า (ยังไม่ได้)เล่น…
Manage series 3290992
เนื้อหาจัดทำโดย Dhaka Post เนื้อหาพอดแคสต์ทั้งหมด รวมถึงตอน กราฟิก และคำอธิบายพอดแคสต์ได้รับการอัปโหลดและจัดหาให้โดยตรงจาก Dhaka Post หรือพันธมิตรแพลตฟอร์มพอดแคสต์ของพวกเขา หากคุณเชื่อว่ามีบุคคลอื่นใช้งานที่มีลิขสิทธิ์ของคุณโดยไม่ได้รับอนุญาต คุณสามารถปฏิบัติตามขั้นตอนที่แสดงไว้ที่นี่ https://th.player.fm/legal
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.
…
continue reading
9083 ตอน
All episodes
×বাংলাদেশের কুটিরশিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট। আজ আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করা হবে। বিস্তারিত : https://www.dhakapost.com/national/166758…
টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে তাবলীগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমা। বিস্তারিত : https://www.dhakapost.com/national/166750
নীলফামারীর ডিমলায় দক্ষিণ সোনাখুলির চর কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠসহ শহীদ মিনারের জায়গা দখল করে বাড়ি ও গোয়ালঘর নির্মাণের অভিযোগ ওঠেছে আবু রায়হান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ওই জমি তিনি কিনেছেন বলে দাবি করছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166511
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মূলত মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে একদিকে রাজধানীর মহাখালী ও অন্যদিকে রামপুরা এবং মিরপুর রুটে কালশী পর্যন্ত গিয়ে ঠেকেছে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/166533
বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের রান্নাঘর থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। এরপর অজগর সাপটিকে পাথরঘাটার হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166499
বরগুনার বিভিন্ন এলাকায় ডাকাতি হতে পারে এমন খবরের ভিত্তিতে বেশ কিছু এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। বুধবার (১১ জানুয়ারি) সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মসজিদ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয় বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166500
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166510
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে চার লাখে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/166495…
গুলশানের মতো পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে বারিধারার ড্রেনেও কলা গাছ থেরাপি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত-https://www.dhakapost.com/national/166310
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা স্লুইচগেট মাঠে মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘুঘুডিমা প্রতিভা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১০৫টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠে ভিড় করে কয়েক হাজার মানুষ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166241…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘কামাল বাহিনীর’ গুলিতে মো. মুজাহের (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দেরখিল গ্রামের এজাহার মিয়া ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/166239…
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ৩ লাখে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/166251…
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশের ওপর রোগীদের হামলার অভিযোগে মামলা করা হয়েছে। এতে বিক্ষোভের সময় আটক মোস্তাকিমের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/166232
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের ৭৩ শতাংশ অগ্রগতি হয়েছে। কাজের যে অগ্রগতি হয়েছে তা সন্তোষজনক। আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। সেভাবেই কাজ এগিয়ে চলছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/166125
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ ফ্লাইটে দুই যাত্রীর মারামারির ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিওতে শার্টবিহীন এক যুবককে বিমানের একই ফ্লাইটের সামনের সারিতে বসা অপর এক যাত্রীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে। বিস্তারিত : https://www.dhakapost.com/international/166077…
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা মহার্ঘ্য ভাতা প্রদানের কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে নতুন করে আর সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে না। বিস্তারিত : https://www.dhakapost.com/national/166173
গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে তিনটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এছাড়া এসময় কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। বিস্তারিত : https://www.dhakapost.com/country/166182
শীত মানেই খেজুর রস আর পিঠাপুলির আয়োজন। খেজুরের রস ও রস থেকে তৈরি গুড় বাংলাদেশের গ্রামাঞ্চলের চিরায়িত একটি ঐতিহ্য। যুগ যুগ ধরে দেশের এই ঐতিহ্য বহন করে আসছে খেজুরের রস ও গুড়। গরম রস খেতে সবাই যেমন পছন্দ করেন, তেমন অনেকে কাঁচা রস খেতেও পছন্দ করেন। এই রস বিক্রি করে আবার অনেকে অন্য পেশার পাশাপাশি বাড়তি অর্থ উপার্জন করছেন। তেমনই একজন নোয়াখালীর জসিম উদ্দিন (৫০)। বিস্তারিত : https://www.dhakapost.com/country/166066…
ঝিনাইদহে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাকে ঘিরে সদর উপজেলা বাজার গোপালপুর নিমতলা পরিণত হয়েছিল উৎসবের গ্রামে। যা দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শনার্থী। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165970
লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিক্ষোভকারীরা দেশটির একটি বিমানবন্দরে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/166028
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে তেমন কিছু না ঘটায় সেই সতর্কতা তুলে নেওয়া হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/international/166012
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম আব্দুল জলিল। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166034…
রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/166025…
বিশ্বজুড়ে ‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’ ঝড় চলছে। চার সপ্তাহ পার। মাল্টিপ্লেক্সে এখনও থ্রিডি দেখার ভিড়। ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। এখনও পর্যন্ত দেশটিতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/hollywood/165988…
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১২শ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ২ লাখের নিচে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165995…
কিশোরগঞ্জে ট্রেনের ১৪টি টিকিট ও নগদ ১ হাজার টাকা এবং একটি মোবাইলসহ এক কালোবাজারিকে আটক করেছে র্যাব। সোমবার (৯ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165983
আর মাত্র কয়েকঘণ্টা পরেই মুক্তি পাবে ‘পাঠান’-এর ট্রেলার। এই মধ্যে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের নতুন সোলো পোস্টার প্রকাশ্যে এসেছে। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/165993
লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজের উজানে এক জেলের বড়শিতে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165996
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে। ওইদিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে। বিস্তারিত : https://www.dhakapost.com/national/165847
আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রেপ্তার, আটক, হত্যা ও কারাগারে নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। বিস্তারিত : https://www.dhakapost.com/politics/165935
বছরজুড়ে যারা টলিউড সিনেমার খুঁটিনাটি দর্শক-পাঠকদের সামনে তুলে ধরেন তাদের বিবেচনায় দেয়া হলো পুরস্কার। রবিবার জেম প্রেক্ষাগৃহে ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেব, সৃজিত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, গার্গী রায় চৌধুরী, পাওলি দামরা। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/165931…
‘গত জন্মদিনের আগে থেকেই আমি চেষ্টা করছিলাম ওজন কমানোর। সে সময় চার কেজি কমেছিলাম। সম্প্রতি আরও দুই কেজি ঝরিয়ে মোট ছয় কেজি ওজন কমেছে। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে’-ছয় কেজি ওজন কমিয়ে কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165904…
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165927
হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। তবে বাড়েনি ডা. মো. এবাদুল্লাহর রোগী দেখার ফি। মাত্র ১০ টাকায় রোগী দেখেন তিনি। প্রতিদিন শতাধিক রোগী দেখেন। তার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। অল্প খরচে চিকিৎসাসেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। টানা ৪৩ বছর ধরে এভাবেই চিকিৎসাসেবা দিচ্ছেন ‘গরিবের ডাক্তার’ খ্যাত এই চিকিৎসক। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165956…
এক মাস বন্দি থাকার পর অবশেষে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। বিস্তারিত : https://www.dhakapost.com/politics/165901
বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেছেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের সময় সংবিধান সংশোধন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আজকে এই সরকার সংবিধান সংশোধন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165896…
কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা আবুল কালাম হাসান টগর। হোটেল বয় হিসেবে কর্মজীবন শুরু করা টগর আজ দেশ সেরা ব্যবসায়ীদের একজন। একে একে গড়েছেন ৯টি কোম্পানি। তার পরিশ্রমে হালিমা টেলিকম লিমিটেড থেকে এখন হালিমা গ্রুপ অব কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠিত হালিমা গ্রুপের হালিমা টেলিকম, হালিমা ইলেকট্রনিক্স, হালিমা মোবাইল, হালিমা ওয়ার্ল্ড, এইচ টি ই, নিউ ক্লিক গ্লোবাল, টিপ এক্সেসরিজ, এইচজি এবং হালিমা হোম এপ্লায়েন্স নামে ৯টি কোম্পানি রয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165831…
মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়েও সমালোচনার অন্ত নেই। তবে এ নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, পশ্চিমবঙ্গের তারকাদের এ নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই। প্রতিদিনই কেউ না কেউ ‘বেশরম রং’কে খোরাক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/165766…
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রংপুর বিভাগের ৮ জেলাসহ মোট ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165787
চালের বাজার বর্তমানে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই তো পৌষের তীব্র শীতকে উপেক্ষা করে প্রতিদিনই গোপালগঞ্জে দারিদ্র, অসহায় ও নিম্নবিত্ত মানুষেরা সরকারের ভর্তুকি মূল্যে ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চাল এবং আটা নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তাদের ফিরতে হচ্ছে খালি হাতে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165768…
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেল খানায় আটকে রাখা হয়েছে। শেখ হাসিনা ইতোমধ্যে বুঝে গেছেন বিএনপিকে জেলে রেখে জনপ্রিয়তা কমাতে পারবে না। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165783
ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকার আদলে তৈরি আধুনিক এলইডি সড়কবাতি। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165775
কুড়িগ্রাম সদর উপজেলায় গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ঘরে ঢুকে গেলে মুসা মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165758
পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। এতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের ৯নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকায়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165748
ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া তেলপাম্প এলকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165757
সাপের কামড়ে আইনুদ্দিন (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165754
ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি সরকার বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে। দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165743…
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে সাতশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ৩ লাখের নিচে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165746…
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তবে বর্তমানে তিনি আলোচনায় নেত্রী হিসেবে। কিছু দিন আগেই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। দলের হয়ে ব্যস্ত সময়ও কাটাচ্ছেন। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165598…
২০২৩ সালে দেশের সম্ভাব্য হজ যাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিস্তারিত : https://www.dhakapost.com/national/165674
চুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ সকালে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165607
মৌলিক চাহিদা খাবারের জন্যই মানুষের ছুটে চলা। প্রতিমাসে খাবারের পেছনের খরচ করতে হয় হাজার হাজার টাকা। এবার সেই খাবার খেয়েই লাখপতি হয়েছেন ময়মনসিংহের এক তরুণ। ভাবতে অবাক লাগলেও এটিই সত্যি। আব্দুল্লাহ আল নোমান নামের এই তরুণ খাবার খাওয়ার ভিডিও ধারণ করে প্রকাশ করেন ফেসবুক ও ইউটিউবে। অনলাইনে সেই ভিডিও দেখেন লাখ লাখ মানুষ। আর তাতেই প্রতি মাসে নোমানের আয় দেড় লক্ষাধিক টাকা। বিস্তারিত : https://www.dhakapost.com/technology/165611…
ছোটবেলা থেকেই গাছের সঙ্গে সখ্য আবু বক্কর সিদ্দিকের। গাছ আর বাগান ছিল তার বন্ধু। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বাগানে সময় পার করতেন সিদ্দিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে পড়াশোনার। বাড়ি থেকে পড়াশোনার জন্য চলে যেতে হয় দূরে। তবে এই চাপ আর দূরত্ব গাছ থেকে দূরে রাখতে পারেনি তাকে। পড়াশোনা শেষ করে বাড়িতে এসে ৩০ প্রজাতির ফল বাগান করেছেন সিদ্দিক। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165643…
কুমিল্লার বুড়িচংয়ে জাহাঙ্গীর হোসেন ভূইয়া নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর অর্থায়নে মাত্র ৩৭২ দিনে দোতলা একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে। উপজেলার ইছাপুরা পশ্চিমপাড়া এলাকায় নির্মিত ওই মসজিদের নাম দেওয়া হয়েছে ‘মসজিদ-ই- নূর’। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165595
ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসারের। এই ঝগড়া তো এই মিলে যাওয়া। শোনা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে একসঙ্গে দুবাই যাচ্ছেন দুজন। সপ্তাহজুড়ে তাদের সাংসারিক এই টানাপোড়েনে অনেকটা বিরক্ত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরীমণি ও রাজকে ‘কাক’ বলে সম্বোধন করলেন এই নির্মাতা। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/165444…
উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা। টানা তিন দিন ধরে বইছে হিমেল হাওয়া, সঙ্গে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। দুপুরে সুর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। বিকেল গড়ালেই শুরু হয় উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীতের মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও কর্মজীবীরা। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165586…
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165536
বিকেল ৪টা বাজতে না বাজতেই দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে নানা বয়সী মানুষের ভিড় জমে। কেউ বসে আড্ডা দেন, আবার কেউ বাচ্চাদের নিয়ে নিয়ে খেলাধুলা করেন। ঘড়ির কাটায় ৪টা বাজতেই একটি ইজিবাইক নিয়ে চলে আসেন গ্র্যাজুয়েট চা-ওয়ালা খ্যাত পলিটেকনিকের তিন শিক্ষার্থী। তারা ইজিবাইক থেকে দোকানের মালামাল নামানোর পর প্লাস্টিক দিয়ে মোড়ানো দোকানটি খোলেন। মুহূর্তেই মাঠের চার পাশে বসে থাকা মানুষজন ছুঠে আসেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165567…
লালমনিরহাটের পাটগ্রামে জেলা ইজতেমা মাঠে খলিলুর রহমান (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ধরলা নদীর তীরে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165540
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা-২০২২’। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165513…
ক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাতে পালংখালীর জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165524
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, তারেক জিয়া দলের নেত্রীর চেয়ে দেশকে বড় মনে করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে দেশকে বড় মনে করেন বলেই খালেদা জিয়ার মুক্তির দাবি ১০ দফার মধ্যে ৪ নম্বরে এনেছেন। আমি দলের কর্মী হিসেবে বলব এটা এক নম্বরে যাওয়া উচিত। আমাদের বিরুদ্ধে ৮০ হাজার মামলা হয়েছে। এতে ১ কোটি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ সকল গাায়েবি মামলা তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করতে হবে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165535…
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে চার লাখের নিচে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165522…
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও অন্যান্য অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার নারী নেতাকর্মীরা শাড়ি পরে অংশ নেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রতিষ্ঠা বার্ষিকীর এই শাড়ি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রক্টরকেও যেতে হয় ওই ছাত্রী হলে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165315…
‘আমার মেয়ে ফেলানীকে মেরে কাঁটা তাঁরে ঝুলায়ে রাখছিল বিএসএফ। আমি যেমন আমার মেয়ের জন্য ১২টা বছর ধরে কাঁদছি, আর যেন কোনো সন্তানের মা এভাবে না কাঁদে।’ এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মৃত ফেলানীর মা জাহানারা বেগম। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165332
ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165372
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ নুরুন্নবী (৪০) নামে এক রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165342
শীতের প্রকোপে কাহিল উত্তরের জেলা পঞ্চগড়। জেলা জুড়ে দুদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। শনিবার (৭ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকা পোস্টকে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানিয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165367…
ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165358
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার ঘটনা নিয়ে শুক্রবার সারাদিন নানা আলোচনা হয়েছে। ষড়যন্ত্র তত্ত্বের বাইরে ছাত্রলীগের নিজেদের দুর্বলতার বিষয়টিও সামনে এসেছে। সভাপতি-সাধারণ সম্পাদক বলছেন ঘটনাটি 'অনাকাঙ্ক্ষিত', তবে তাদের দিক থেকে আরও সতর্কতার প্রয়োজন ছিল। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165316…
লক্ষ্মীপুরের যুবক নাইমুর রশিদের প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী যোয়ান ডিগুসমান লেগুমবাই। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ওয়েলকাম চাইনিজ রেস্তরাঁয় ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165355…
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টার থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165337
আজ সকালে রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165357
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে ২০ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত-dhakapost.com/country/165346
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার অপব্যবহারের জন্য রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সঙ্গে রয়েছে। মহামারি করোনা, বন্যার সময় ঠিক একইভাবে বিএনপি সর্বপ্রথম মানুষের পাশে এসে দাঁড়ায়। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165268…
বগুড়ায় সহস্রাধিক শীতার্তের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার দুপচাঁচিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ক্লাবের সদস্যরা। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165250
তীব্র শীতের কবলে সারা দেশ। রাজধানী ঢাকাও এর বাইরে নয়। হিমেল হাওয়ায় অনেকটাই নিচে নেমে গেছে ঢাকার তাপমাত্রা। এর প্রভাব পড়েছে বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের শীতে বাণিজ্য মেলায় কমে গেছে ক্রেতার সংখ্যা। বিস্তারিত : https://www.dhakapost.com/national/165061
আয়েশা আক্তার (৩০), পেশায় গৃহপরিচারিকা। জীবিকার তাগিদে সাত বছর আগে স্বামী মোস্তফা আর দুই সন্তান আব্দুল্লাহ ও আবিরকে নিয়ে বরিশাল থেকে পাড়ি জমান ঢাকার কেরানীগঞ্জে। কদমতলীর শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় ভালোই কাটছিল তাদের সাংসারিক জীবন। গাড়িচালক স্বামী কাজের তাগিদে সারাদিন বাইরে থাকতেন। অন্যের বাসায় কাজ করতে গিয়ে আয়েশারও তেমন বাসায় থাকা হতো না। বিস্তারিত : https://www.dhakapost.com/law-courts/165099…
তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের মধ্যকার চলমান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। তিনদিন ধরেই একসঙ্গেই আছেন রাজ-পরী। অভিমান করে চলে যাওয়ার দুদিন পর আবার পরীর ঘরে ফিরে এসেছেন রাজ। পরীমণি নিজেই তথ্যটি জানিয়েছেন আজ। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165047…
বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়ার দুটি আসনে হিরো আলমসহ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। বগুড়া-৬ আসনে ১৩ জন এবং বগুড়া-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165079…
দুধকুমার নদীর অববাহিকার বালু চরে এবারই প্রথম সয়াবিন চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। নদীর তীরবর্তী জমিতে সয়াবিনের হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। এমন চোখ জুড়ানো দৃশ্য এখন চোখে পড়বে কুড়িগ্রামের নদ-নদীর তীরবর্তী এলাকাগুলোয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164975
২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165001
নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে বেশকিছু দিন ধরে আলোচনায় শাহরুখ খান। মুক্তির দিন যত সামনে আসছে সিনেমাটি নিয়ে আলোচনা যেন বাড়ছেই। এর মধ্যেই বুধবার (৪ জানুয়ারি) টুইটারে প্রশ্নোত্তর পর্ব করলেন কিং খান। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/164943
বছরের শুরুতে আবারও নতুন সম্পর্কের গুঞ্জন। এবার গুঞ্জনটা যাদের ঘিরে তাদের একজন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং আরেকজন বলিউড আইটেম গার্ল মরোক্কান সুন্দরী নোরা ফাতেহি। কানাঘুষো চলছে, ২৫ বছর বয়সী আরিয়ান বছর ৩০-এর নোরার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/164825…
নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164926
নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে চার গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164941
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমরা বলেছি ধর্ম যার যার রাষ্ট্র সবার। বিএনপি আওয়ামী লীগের করা একদলীয় শাসন বাকশাল পরিবর্তন করে বহু দলীয় গণতন্ত্র দিয়েছিল বলেই আওয়ামী লীগ বাকশালের কফিন থেকে বের হতে পেরেছে। বাকশাল পরিবর্তন করে এসে আওয়ামী লীগের নামে রাজনীতি করছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164927…
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে তিন লাখে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/164939…
স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। বুধবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/164919
নাটোরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত সাজেদুর রহমান সাকিবের (২৬) জন্য বরাদ্দকৃত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের দ্বিতীয় তলার স্পেস বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও সহকারী পরিচালক হিরণ বড়ুয়া অভি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164928…
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মরিয়ম আক্তার। তার বাবা ভ্যানচালক সেলিম শরীফ। মরিয়মের জন্মের ছয় বছর পর তাকে স্কুলে ভর্তি করার জন্য ঢাকা শহরের অনেক স্কুলে ঘোরেন সেলিম। কিন্তু কোনো স্কুল মরিয়মকে ভর্তি করেনি। কোনো উপায় না পেয়ে পরিবার নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামে চলে আসেন সেলিম। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164929…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি হবে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বিস্তারিত-https://www.dhakapost.com/law-courts/164930
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারকে বিব্রত করে। এটি বাংলাদেশ-ভারতের সম্পর্ককে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে না। সামনের দিনে সীমান্ত হত্যা কমে আসবে। বিস্তারিত : https://www.dhakapost.com/national/164886
খুলনার কুখ্যাত খুনি এরশাদ আলী শিকদার ওরফে এরশাদ শিকদার নেই। রয়েছে তার বহুল আলোচিত সেই 'স্বর্ণকমল' নামের বাড়িটি। কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়িটির একাংশ। বহুতল ভবন নির্মাণের জন্য বাড়িটির একপাশ ভেঙে ফেলা হচ্ছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164872
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘নৌকা প্রতীক নিজেই একটি বড় ব্র্যান্ড। এই নৌকা দিয়েই আমি নিজেকে ব্র্যান্ডিং করছি। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, এটা হয়তো এতদিন অনেকেই জানত না। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনের কারণে দেশবাসী এটা জেনেছে।’ বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/164856…
সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা দূতাবাস এবং কনস্যুলেটের মাধ্যমে ভিসা ইস্যু করে থাকে। কেউ যদি ভিসা ওয়েভার প্রোগ্রামে অংশগ্রহণকারী ৩৯টি দেশের নাগরিক হন, তাহলে তার ব্যবসায়িক মিটিং বা ছুটি কাটাতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার প্রয়োজন হয় না। বিস্তারিত : https://www.dhakapost.com/international/164189…
শেরপুরে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে মাসে লাখ টাকা আয় করছেন ফরিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। তিনি প্রায় ১৬ বছর আগে এ ব্যবসা শুরু করেন। বর্তমানে তার কারখানায় প্রতি মাসে ১০ থেকে ১৫ টন স্ক্র্যাপ করা প্লাস্টিকের টুকরা তৈরি হয়। যেটির গড় আনুমানিক বাজার মূল্য ১ থেকে দেড় লাখ টাকার বেশি। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164492…
২০১৫ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৬০টি ভূমিহীন পরিবারের জন্য ১২টি ব্যারাক (৬০টি ঘর) নির্মাণ করে দেয় সরকার। ভূমিহীনদের কাছে হস্তান্তর করার কয়েকমাস পর ১০টি ব্যারাকের টিনের ছাউনি ঝড়ে উড়ে যায়। ছাউনিহীন খোলা আকাশের নিচে প্রকল্পের ঘরে বসবাস করতে না পেরে ৫০টি পরিবার ব্যারাক ছাড়ে। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পে তিনটি পরিবার বসবাস করছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164703…
পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের অংশ হিসেবে গুলশান ২ এর একটি বাসার সামনের ড্রেনে কলা গাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত-https://www.dhakapost.com/national/164780
উত্তর আমেরিকার দেশ কানাডা। বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় এক গন্তব্যও এই দেশ।প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এই দেশটিতে পাড়ি জমান। দেশটির ৯৫ ভাগের বেশি মানুষ অভিবাসী আর বাকি ৪ দশমিক ৯ ভাগ মানুষ ফার্স্ট নেশন। যে কারণে কানাডাকে অভিবাসীদের দেশ হিসেবে বলা হয়। তবে অনেকেই জানেন না কীভাবে কানাডার ভিসা পাওয়া যাবে। আজকের এই প্রতিবেদনে কানাডার ভিসার আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হবে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/164643…
প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/164685
অন্যান্য দিনের চেয়ে আজ (মঙ্গলবার) সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যানজট তুলনামূলক বেশি। এতে অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও যানজটের তীব্রতা এখনো কমেনি। বিস্তারিত-https://www.dhakapost.com/national/164576
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০২ বোতল হুইস্কি এবং ২২৫ বোতল ইস্কফ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164713
‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ এখন আর ব্যাচেলর নেই। নাটকে অভিনেত্রীকে অপেক্ষায় রাখলেও বাস্তবে ভালোবাসার মানুষটিকে আর অপেক্ষায় রাখলেন না তিনি। বিয়ে করে এরইমধ্যে সাজিয়েছেন সুখের সংসার। গত ১৬ ডিসেম্বরে শুভ কাজের সংবাদটি দেন পর্দার ‘কাবিলা’। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/164650…
নতুন বছরের তৃতীয় দিন একটি বিশেষ ফ্লাইটে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় ৯২ জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় গেছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/national/164691
সিরাজগঞ্জ সদর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164704
সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই সবসময় চর্চায় থাকেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃত্বিক রওশন। সেই আলোচনাকে এবার উসকে দিয়েছেন বছরের শুরুতেই একটি ছবি পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় তার সিক্স প্যাকের ছবি শেয়ার করে নারী ভক্তদের মনে আগুন ছড়ালেন এ অভিনেতা। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/164474…
গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকায় শীত খানিকটা বেশি অনুভূত হচ্ছে। প্রকৃতিতে রয়েছে কুয়াশার দাপট। সেই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যও কমেছে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/164684
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখের ঘর। বিস্তারিত-https://www.dhakapost.com/international/164708…
অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে সামনে এসেছে নতুন তথ্য। তুনিশার মৃত্যুর ঘটনায় তার প্রাক্তন প্রেমিক শেজান খান এখন রয়েছেন জেল হেফাজতে। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/164480
আম বাগানে নেই কোনো আমগাছ। এমনকি গাছের নিচেও নেই কোনো ফসল। অথচ আম বাগানে বা তার আশেপাশে গরু-ছাগল গেলেই ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয় খোয়ারে। পরে করা হয় জরিমানা। একটি ছাগলে ৩০০ টাকা, গরুতে ৩ হাজার ও মহিষের জন্য নেওয়া হয় ৫ হাজার টাকা। এসব টাকা চলে যায় বাগান মালিকদের পকেটে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রশাসন বা ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই স্থানীয় বাগান মালিকরা মিলে এমন খোয়াড় তৈরি করে জোরপূর্বক মোটা অঙ্কের জরিমানা আদায় করছেন। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164547…
৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা পেল বিশ্বকাপ শিরোপার দেখা। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির হাতে উঠল পরম আরাধ্য সোনালি ট্রফি। আর্জেন্টিনা ও মেসির ভক্ত তাম্মাত বিন খয়ের (২৩)। এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মেসি খেলে ফেলেছেন ১০০৩তম ম্যাচ। প্রিয় তারকার ১০০৩তম ম্যাচকে স্মরণীয় করে রাখতে বন্ধুদের কথা দিয়েছিলেন মেসি বিশ্বকাপ জিতলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ১ হাজার ৩ কিলোমিটার সাইকেল চালিয়ে পাড়ি দেবেন। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164402…
হাওরের মাঝে দাঁড়িয়ে আছে একটি মাটির ঘর। উঠানে দড়িতে ঝুলছে কয়েকটি কাঁথা। কাঁথাটির এমনই দুরবস্থা যে ছেঁড়ার আর কোনো জায়গাও যেন অবশিষ্ট নেই তাতে। এই কাঁথা দিয়ে কনকনে শীতের রাতে ৭ সন্তানকে নিয়ে ঘুমান সুনামগঞ্জের সদর উপজেলার গোয়ারচড়া গ্রামের ফাতেমা বেগম। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164560
দেশে চলমান তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর। একইসঙ্গে বহুল প্রচলিত পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত : https://www.dhakapost.com/economy/164565…
বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি এনজিও খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164572…
মাদারীপুরে বিস্কুট খাওয়ার অপরাধে স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মান্না খাঁ নামে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের নোওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/164493
ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি-শরিফুল রাজ দুজনার এখন দুটি পথ। এক বছরের ব্যবধানে প্রেম, বিয়ে সন্তান এবং বিচ্ছেদও দেখে ফেলেছেন তারা। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/164543
বিস্তীর্ণ জলরাশির মাঝে ভাসছে শাপলা, শালুক, পদ্মপাতা। সেই পদ্মপাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বক, রাঙা ময়ূরী, ছোট স্বরালী, সারশ, গাঙচিল, পানকৌড়ি, বকসহ নানা প্রজাতির দেশি-বিদেশী কয়েক হাজার পাখি। কখনও তারা দলবেঁধে জলকেলি খেলতে আবার কখনও মুক্ত আকাশে উড়ে বেড়াতে ব্যস্ত। কখনও আবার ব্যস্ত মাছ শিকারে। ভোর থেকে সন্ধ্যা অবধি পাখির এমন বিচরণ চোখে পড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী করিঞ্চা গ্রামের উকড়ি’র বিলে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164509…
নড়াইলে নৌকাডুবির চতুর্থ দিনে মাহমুদ শেখ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত মোট ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন বড়দিয়া ফেরিঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164548…
আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে রোববার। এটি ঢাকার ২৭তম আয়োজন। মাসব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে এসে মেলা প্রাঙ্গণে এখনো বিভিন্ন স্টলের নির্মাণ কাজ চলছে। অল্প সংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এলেও এখনো জমে উঠেনি এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সংশ্লিষ্টরা বলছেন, মেলা পুরোদমে জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে। বিস্তারিত-https://www.dhakapost.com/economy/164403…
ขอต้อนรับสู่ Player FM!
Player FM กำลังหาเว็บ